হোম অন্যান্যসারাদেশ বরগুনায় মায়ের উপর সন্তানের অত্যাচা; টাকা না দিলে মাকে ঘরে তুলবেনা সন্তানরা

বরগুনায় মায়ের উপর সন্তানের অত্যাচা; টাকা না দিলে মাকে ঘরে তুলবেনা সন্তানরা

কর্তৃক
০ মন্তব্য 90 ভিউজ

শেখ রিয়াজ  আহাম্মেদ  নাহিদ  পিরোজপুর অফিস :

বরগুনায় বয়স্ক ভাতা ও জমানো টাকা দুই সন্তানকে না দেয়ায় মায়ের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে দুই সন্তানের বিরুদ্ধে। এমনকি টাকা না দেওয়া পর্যন্ত তাকে ঘরে তুলবে না বলে সাফ জানিয়ে দেন তার সন্তানরা। পরে সাংবাদিকদের উপস্থিতিতে দীর্ঘক্ষন রাস্তায় থাকা মাকে ঘরে তোলেন ছোট ছেলে। ১৩ জুন বিভিন্ন ইলেক্ট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রচার হলে নজরে আসে বরগুনা জেলা পুলিশের।১৪ জুন দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বরগুনা সদর সার্কেল শাহজাহান হোসেন ঘটনা স্থলে যায় এবং বৃদ্ধার দু সন্তানকে বলে আসেন এর পর তাকে নির্যাতনের কোন তথ্য আসলে পিতা মাতা ভরন পোষন আইনে মামলা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন