কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কুষ্টিয়ায় নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করার প্রতিবাদে কালিগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় সময় উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার কমান্ডার আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এসএম জগলুল হায়দার।
বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপর হামলা ও ভাঙচুর অত্যন্ত ন্যক্কার-জনক ঘটনা। বাংলার মাটিতে স্বাধীনতা বিরোধী ও মৌলবাদীদের কোন আস্তানা থাকবে না। বঙ্গবন্ধুর ম্যুরাল ও ভাস্কর্যের উপর যাতে কেউ হামলা না করতে পারে সেজন্য নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সজল মুখার্জী, শেখ সুমন, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাউফিল অরা সজলসহ বীরমুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এসে শেষ হয়।
