হোম অন্যান্যসারাদেশ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদের নাজিরপুরে ছাত্র ও যুবলীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদের নাজিরপুরে ছাত্র ও যুবলীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল

কর্তৃক Editor
০ মন্তব্য 83 ভিউজ
পিরোজপুর অফিসঃ :
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে ছাত্র ও যুবলীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর)  উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় থেকে  একটি মিছিল বের হয়।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরে উপজেলা  মুক্তিযোদ্ধা সংসদের সামনে, স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে উপজেলা যুবলীগ সভাপতি এম খোকন কাজীর, সভাপতিত্বে ও সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাসের, পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, জেলা যুবলীগ সভাপতি মো. আক্তারুজ্জামান ফুলু, মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা পরিষদ সদস্য মো. সুলতান মাহামুদ খান, তুহিন হালদার তিমির, জেলা ছাত্রলীগ সাধারন  সম্পাদক মো. অনিরুজ্জামান অনিক, যুবলীগ নেতা  মো. কামরুজ্জামান মতি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে জাতির মন থেকে জাতীর পিতাকে মুছে ফেঠলা যাবে না। জামায়াত-বিএনপি’র মদদে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা হয়েছে। তাই এর সাথে জড়িতদের কঠিন বিচারের দাবী করেন বক্তারা।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন