হোম জাতীয় বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

কর্তৃক Editor
০ মন্তব্য 96 ভিউজ

সংকল্প ডেস্ক :

সারা দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নুর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

একইসঙ্গে জেলা ও উপজেলা সদর দপ্তরের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের অগ্রগতি এক মাসের মধ্য জানাতে বলেছেন হাইকোর্ট। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেন।

৭ মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস ঘোষণা করার জন্য আগে করা এক রিটের পরিপ্রেক্ষিতে গত ২৫ ফেব্রুয়ারি হাইকোর্ট এক আদেশ দিয়েছিলেন। আদেশে প্রতিটি জেলা ও উপজেলার সদর দপ্তরে জাতির পিতার ম্যুরাল স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি শুনানির জন্য আসে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

আদালতে রাষ্ট্রপক্ষ আদালতের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি দাখিল করে। এতে বলা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এরই মধ্যে ৩৮০টি উপজেলা ও ৬৩টি জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স স্থাপন করে কমপ্লেক্সের সামনে জাতির পিতার ম্যুরাল স্থাপন করেছে।

রিটের পক্ষে আইনজীবী বশির আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতার প্রতীক। কুষ্টিয়ার বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার মতো জঘন্যতম ঘটনা ঘটেছে। অথচ সংবিধানের ২৪ অনুচ্ছেদে আছে, এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাষ্ট্রের।’

ম্যুরাল ও ভাস্কর্যগুলো রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতে ২৪ ঘণ্টার মধ্য পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের প্রতি নির্দেশনার দেওয়ার আরজি জানান তিনি। শুনানির পরে আদেশ দেন হাইকোর্ট।

গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যসহ দেশের সব ভাস্কর্যের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে আরেকটির রিট করা হয়। শুক্রবার গভীর রাতে কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনার পর গতকাল রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়।

রিটে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নৈরাজ্য ও আইনশৃঙ্খলার অবনতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছিল। সেইসঙ্গে ভাস্কর্য নিয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে জনসচেতনতা বাড়ানোর পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া রিটে রুলও চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহেড়ীর পক্ষে করা এই রিটে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি ও অ্যাডভোকেট এ বি এম শাহজাহান আকন্দ মাসুম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন