হোম অন্যান্যসারাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিলো বলেই বাঙ্গালি জাতি আজ বিশ্বদরবারে উন্নত জাতি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

মণিরামপুর (যশোর)প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও সশস্ত্র মুক্তি সংগ্রামের মধ্যদিয়ে এই দেশ স্বাধীন হয়েছিলো বলে বাঙ্গালি জাতি হিসেবে আমরা আমাদের নিজস্ব শিক্ষা,সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারন ও লালন করতে পারছি। বাঙ্গালি জাতি আজ বিশ^দরবারে একটি উন্নত জাতি হিসেবে আতœপরিচয় দিতে পারছে।

দেশ আজ শিক্ষা,স্বাস্থ্য,ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করতে পেরেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে ঐক্যবদ্ধভাবে শক্তিশালি করতে হবে। শুক্রবার বিকেলে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫ বৎসর পূর্তি প্লাটিনাম জুবিলি-২০২১ ও অবসরপ্রাপ্ত শিক-কর্মচারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি উপরোক্ত কথা বলেন।

তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক স্মৃতি বিজড়িত সভাস্থলে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মান ও বঙ্গমাতা সমবায় মােের্কট নির্মানের পরিকল্পনা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। শিক্ষা-সংস্কৃতির ঐহিত্যের ইতিহাস হিসেবে বিবেচিত রাজগঞ্জকে অন্যতম পর্যটন কেন্দ্র নির্মান ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে বহুতল ভবন ও মিনি স্টেডিয়াম নির্মানের পরিকল্পনার কথা তিনি তাঁর বক্তব্যে পূনঃব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক শিা সচিব বিশেষ নজরুল ইসলাম খান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, শিা জীবনের জন্য প্রস্তুতি । আর প্রশিণ ও অভিজ্ঞতা জীবনের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। শিা সারা জীবন কাজে লাগে। জীবনের জন্য শিক্ষাকে তিনি গুরুত্বারোপ করে মূল্যবান বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিা বোর্ড, যশোর এর চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমির হোসেন বলেন, যারা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন তাদের ঋণ কোন দিন শোধ করা যাবে না। তবে তিনি তাদের অবদান স্বীকার করতে হবে বলে তাঁর বক্তব্যে বিশেষভাবে উল্লেখ করেন।

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান, মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, উপজেলা আওয়ামৗীলীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ রহমতূল্লাহ ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পলাশ দেবনাথ, ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্টু, আব্দুল হামিদ সরদারসহ রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের প্রথম পর্বে প্রাক্তন ছাত্রদের মধ্যে কয়েকজন স্মৃতিচারনমূলক বক্তব্য রাখেন। এ ছাড়া অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং প্রাক্তণ ছাত্র ও মণিরামপুর প্রেসকাবের যুগ্মসম্পাদক আসাদুজ্জামান রয়েল সম্পাদিত স্মরনীকা ‘সোনালী অতীত’ এর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন