জাতীয় ডেস্ক :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, স্বাধীনতার পর দেশজুড়ে পণ্য পরিবহন করার অবস্থা ছিল না। বিভিন্ন দেশের দেয়া ১০১ ট্রাক দিয়ে দেশে পরিবহন ব্যবস্থা চালু করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই ধারাবাহিকতায় বর্তমানে আমরা একটি শক্তিশালী পরিবহন সেক্টর পেয়েছি।
মঙ্গলবার (২৮ জুন) রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এ সব বলেন মন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি জ্বালাও-পোড়াও আন্দোলন দিয়ে পণ্য পরিবহন ব্যবস্থা বন্ধ করতে চাইলেও এ ইউনিয়ন চালকরা তা সর্বোচ্চ চেষ্টা করে স্বাভাবিক রেখেছিল।
শেখ হাসিনার নেতৃত্বেই এসডিজি বাস্তবায়নের কাছাকাছি অবস্থায় জানিয়ে মন্ত্রী আরও বলেন, তার দিক নির্দেশনাতেই দেশ এগিয়ে যাচ্ছে। তার জনপ্রিয়তা আকাশচুম্বী। শেখ হাসিনা একজন দূরদৃষ্টিসম্পন্ন নেতা বলেই আজ দেশের উন্নয়ন। আমাদের খাদ্যের অভাব ছিল, আজ আমরা খাদ্যে উদ্বৃত্তের দেশ। কোভিডের মধ্যে যেখানে বিশ্ব নাস্তানাবুদ, তখনো দেশের অর্থনীতি সচল রেখেছেন। এটাই শেখ হাসিনার দূরদর্শিতা।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু যদি জীবিত থাকতেন তাহলে অনেক আগেই উন্নয়নশীল দেশে উন্নীত হলো বাংলাদেশ। তার কন্যা কোনো পেশিশক্তিকে বিশ্বাস করে না বলেই আজকের এ উন্নয়ন।
অনুষ্ঠানে ইউনিয়ন নেতারা বলেন, সারা বাংলাদেশের সব জায়গায় পরিবহন চালকরা অনেক কষ্ট করে গাড়ি চালিয়ে দেশের অর্থনীতি সচল রেখেছে। কিন্তু তারা সে অনুযায়ী সম্মান পায় না।
সারা দেশে চালকদের বিশ্রামের জন্য মাল্টিপারপাস অবকাঠামো করার দাবি জানান বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ইউনিয়ন নেতা তালুকদার মনির।
এ সময় আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
