হোম ফিচার বক্সিং করেছি, আসেন মারামারি করতে চাইলে: শিমুল

বিনোদন ডেস্ক:

বিশ্বকাপে জাতীয় দলকে উৎসাহ দেয়ার জন্য আয়োজন করা হয় সেলিব্রিটি ক্রিকেট লীগ (সিসিএল)। গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) খেলা চলার সময়ে ঘটে অপ্রীতিকর ঘটনা। সেই ঘটনার প্রেক্ষিতে হাসপাতোলেও ভর্তি হয়েছে ৬ জন তারকা। এরই মধ্যে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেলিব্রিটি ক্রিকেট লীগ স্থগিত করা হয়েছে। এবার এ বিষয়ে কথা বললেন অভিনেতা মনির খান শিমুল।

সেলিব্রিটি ক্রিকেট লীগ (সিসিএল) স্থগিত ঘোষণার পর ক্যামরার সামনে হাজির হলেন ৯০- এর দশকের জনপ্রিয় অভিনেতা মনির খান শিমুল, সেলিব্রিটি ক্রিকেট লীগে তিনিও অংশ নেন। এই বিষয়টা কেন্দ্র করেই তিনি বলেন,

‘মিডিয়াতে আমি আজকে থেকে নই। আমরা যখন কাজ করেছি সবমিলিয়ে ১০০ জনের মতো শিল্পী ছিল। সময়ের সাথে সাথে মিডিয়া তৈরি হতে দেখেছি। আমি অবশ্য সময়ের আগেই মিডিয়াতে চলে আসি। এ জগতের অভিজ্ঞতা খুব পুরোনো’।

তিনি আরও বলেন, ‘সম্প্রতি আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লীগ (সিসিএল) অনুষ্ঠিত হয় সুন্দর মুহুর্ত সৃষ্টির জন্য কিন্তু সেখানে ঘটে যায় অপ্রীতিকর ঘটনা। তবে এই ঘটনা কেন্দ্র করে প্লিজ কেউ বলবেন না আমরা মারামারি করেছি। মারামারি হয় দুই পক্ষের’।

‘আমার দুষ্ট ভাইয়েদের কাছে ভদ্র ভাইয়েরা মার খেয়েছে। আর কেউ মারামারি করতে চাইলে আসেন, আমি কারাতে ব্রাউন বেল্ট, বক্সিং করেছি। কিন্তু আমি মারামারি করতে চাই না খেলে জিততে চাই। চ্যাম্পিয়ন হতে চাই’।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দেশের বিনোদন অঙ্গনের তারকাদের নিয়ে শুরু হয় ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’। এই সেলিব্রিটি ক্রিকেট লিগে (সিসিএল) মোট আটটি দলে বিনোদন অঙ্গনের কলাকুশলীরা। দলের নেতৃত্বে ছিলেন গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন