হোম জাতীয় বকশিবাজারে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের ‘আত্মহত্যা’

জাতীয় ডেস্ক:

রাজধানীর চকবাজার থানাধীন বকশিবাজার লেন এলাকার একটি বাসায় আব্দুল হাকিম মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। পরিবারের দাবি, তিনি ২০ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

রোববার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে হাকিম মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাসপাতালে তার ছেলে মো. আল হাসান জানান, তার বাবা রেলওয়ের সাবেক কর্মচারী। তাদের বাড়ি রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায়। পরিবার নিয়ে তারা বকশিবাজার লেনের তেজপাতা গলিতে একটি বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন।

তিনি আরও জানান, বিকেলে সবার অগোচরে রুমের দরজা বন্ধ করে দেন তার বাবা আব্দুল হাকিম। পরে কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে দরজা ভেঙে তারা ভেতরে ঢুকে দেখেন, ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে সেখান থেকে নামিয়ে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ২০ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন