বাণিজ্য ডেস্ক :
চড়া মূল্যের বাজারে নিম্ন আয়ের ঘরে স্বস্তি জাগাচ্ছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে দীর্ঘ লাইনে দাঁড়ানো কার্ডধারীরা মাসে অন্তত দুইবার কমমূল্যের নিত্যপণ্য চান। এদিকে ফ্যামিলি কার্ড তৈরি ও বিতরণে কোনো অনিয়ম হয়েছে কি-না, তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে বাণিজ্য মন্ত্রণালয়।
উচ্চমূল্যের বাজারে নিম্নআয়ের ভোক্তাদের স্বস্তি দিতেই প্রতিমাসে টিসিবির মাধ্যমে সুলভ মূল্যে ডাল, তেল, চিনির মতো নিত্যপণ্য বিক্রি করে আসছে সরকার। এরই ধারাবাহিকতায় সোমবার (১৭ অক্টোবর) অক্টোবর মাসের জন্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। যেখানে বাজারমূল্যের চেয়ে অন্তত ২৩০ টাকা কমে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি কিনতে পারছেন ভোক্তারা।
তারা জানান, সরকারের এ উদ্যোগ অনেক ভালো। কিন্তু পরিমাণ আরেকটু বাড়িয়ে দিলে ভালো হতো। এছাড়া মাসে অন্তত দুইবার দিলে ভালো হতো।
এ সাশ্রয়ী মূল্যের বিক্রি কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, প্রকৃত দাবিদারদের কাছেই ভর্তুকি মূল্যের এ পণ্য বিক্রি করা হচ্ছে।
টিসিবির তথ্যমতে, নিয়মিতভাবে চালিয়ে আসা এ কার্যক্রমে অনিয়ম বন্ধ আর প্রকৃত সুবিধাভোগীর তথ্য নিশ্চিত হতে গত মার্চ থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি শুরু হয়। যদিও এ কার্ড জটিলতায় পড়ে একমাস বন্ধ রাখার পর জুন থেকে আবারও বিক্রি কার্যক্রম শুরু হয়। বর্তমানে ফ্যামিলি কার্ডের আওতায় সারা দেশে ১ কোটি পরিবারের কাছে মাসে একবার করে পণ্য বিক্রি করছে সংস্থাটি। তবে এ কার্ড তৈরি ও বিতরণে কোনো অনিয়ম হয়েছে কি-না তা খতিয়ে দেখতে এবার মাঠে নেমেছে বাণিজ্য মন্ত্রণালয়ের ৪০টি দল।
এবিষয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘আমরা বিষয়টি যাচাইয়ের ব্যবস্থা নিয়েছি। কতটুকু ত্রুটি হয়েছে তা খতিয়ে দেখা হবে। পরে তা সমাধানের চেষ্টা করা হবে। এছাড়া যদি মিডিয়াসহ কোনো উৎস থেকে কোনো অভিযোগ মিলে তাহলে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।’
এছাড়া শিগগিরই সব সুবিধাভোগীর হাতে ডিজিটাল ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া হবে বলেও জানিয়েছে টিসিবি।
