হোম জাতীয় ফের সস্ত্রীক করোনা আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। মন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেনেরও কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। টিকার বুস্টার ডোজ দেওয়ার পরও তারা করোনা আক্রান্ত হলেন।

সোমবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন ও তার সহধর্মিণীর কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাদের উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই।

এর আগে ২০২০ সালের নভেম্বরে তিনি একবার করোনা আক্রান্ত হন। এ ছাড়া ২০২১ সালের ১৯ ডিসেম্বর তিনি টিকার বুস্টার ডোজ নিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত প্রটোকলের একাধিক কর্মকর্তার করোনা শনাক্ত হয়। তারা সবাই মোটামুটি সুস্থ রয়েছেন। প্রাথমিক কিছু উপসর্গ থাকায় মন্ত্রীর করোনা পরীক্ষা করানো হয়। এতে পরেই তার করোনা রিপোর্ট পজিটিভ এলো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন