ফরিদপুর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সংগঠনের নায়েবে আমীর ইমতিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ সোমবার সকাল ০৬:৫৫টায় ঘটিকা শহরের ইমাম উদ্দিন চত্ত্বর হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় রাফেলস- ইন- মোড়ে সংক্ষিপ্ত পথ সভায় মাধ্যমে শান্তি পূর্ণ ভাবে শেষ হয়।
এ সময় ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক আঃ ওহাব, সহকারী সেক্রেটারী আবু হারিচ মোল্লা ,প্রশিক্ষন সম্পাদক আবু ইউনুস, অফিস সম্পাদক অধ্যাপক মিজান, পৌর শাখার আমীর মাওলানা রফিকুল ইসলাম খান প্রমূখ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত পথ সভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন।
তারা বলেন দেশের সকল রাজনৈতিক দল মিছিল-মিটিং করছে কোন সমস্যা হচ্ছে না শুধু জামায়াতকে সরকার তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করছে।বক্তারা আগামী দিনের সকল কর্মসূচিতে সবাইকে অগ্রসৈনিকের ভূমিকা পালন করার আহবান জানান।