হোম জাতীয় ফরিদপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

জাতীয় ডেস্ক :

ফরিদপুরের সালথায় দুই গ্রামবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৮ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া ও জয়ঝাপ গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের সূচনা হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামে দল-পক্ষ তৈরি করা নিয়ে আইয়ুব ঠাকুরের সমর্থকদের সাথে প্রতিপক্ষ মাহবুর মাতুব্বরের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই সূত্রধরে শুক্রবার সকালে জয়ঝাপ গ্রামের মানিক মাতুব্বরের সমর্থকদের সাথে আগুলদিয়া গ্রামের খোরশেদ খানের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সালথা থানার এসআই মো. মারুফ হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শর্টগানের রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংঘর্ষে উভয় গ্রামের অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকা শান্ত রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

 

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন