হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযোনে মাদকসহ বিক্রেতা আটক

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে ছালাম বিশ্বাস (৬০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে। এসময় তার নিকট থেকে গাজা উদ্ধার করে।

পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে গোপনে সংবাদ পেয়ে মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) সঞ্জিব কুমারের নেতৃত্বে এএসআই মো. মোরতাজুল ইসলাম সহ পুলিশের একটি দল উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ৪৫গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ। আটককৃত ছালাম বিশ্বাস টাউন-নওয়াপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।

ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মু আলীমুজ্জামান মাদকসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন আটককৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে সংশ্লিষ্ট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন