ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নের ৯নংওয়ার্ডআওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার সন্ধ্যা ৬টায় পাইকপাড়া দারুল আরকান এবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমারেশ রায় চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আ. রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান, শেখ মোস্তাহিদ সুজা, যুগ্ম সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, ইউনিয়ন আওয়ামী লেিগর সাধারন সম্পাদক শেখ মনিরুরুজ্জামান মনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবারাত আলী বিশ্বাস। অনুষ্ঠান স ালনা করেন আওয়ামী লীগ নেতা অসিম দেবনাথ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত সর্বসম্মতিক্রমে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে এবারাত আলী বিশ্বাস ও সাধারন সম্পাদক পদে হাওলাদার আব্দুল্লাহ কে নির্বাচিত করা হয়েছে। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।