ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকী শীতলাতলা মন্দির চত্ত্বরে একই সাথে ৫টি মন্দির নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শীতলাতলা মন্দির কমিটি জানান, শীতলাতলা চত্ত্বরে পাশাপাশি মা শীতলা মন্দিরসহ দেবীদূর্গা মন্দির, জগন্নাথ দেবের মন্দির, শীব মন্দির ও লোকনাথ ব্রহ্মচারীরর মন্দির নির্মাণ করা হবে।
সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় অত্র মন্দিরে পূজা শেষে নতুন ভবনগুলো নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়।
এসময় মন্দির কমিটির প্রধান উপদেষ্টা ডা. অরবিন্দু পাল মনি, বিশিষ্ট শিক্ষাবিদ দাশ শিশির কুমার, অধ্যাপক মুরারী মোহন পাল, মন্দির কমিটির সভাপতি অধ্যাপক প্রনব কুমার ঘোষ সুনা, সাধারন সম্পাদক রনি ঘোষ, কোষাধ্যক্ষ অপুর্ব ঘোষসহ কমিটির রতন কৃষ্ণ রায়, দেবপ্রসাদ চক্রবর্তী, কমল ঘোষ, সত্যনারায়ন চক্রবর্তী, অমিত ঘোষ, কার্ত্তিক দত্ত, মুক্তিপদ দে, পরিতোষ কর্মকার, শুভ রায়সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
