ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে আইসিটি বিষয়ক ১০ দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণের সনদপত্র প্রদান অনুষ্ঠান উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ৪৮জন শিক্ষককে এই সনদপত্র প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়) এর ল্যাব পরিচালনা, ব্যবহার ও ডিজিটাল পদ্ধতির শিক্ষা কার্যক্রম গতিশীল করার জন্য শেখ রাসেল ডিজিটাল ল্যাবপ্রাপ্ত ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণকে দুটি ভেন্যুতে প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল। শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ ও কাজি আজহার আলি কলেজের ডিজিটাল ল্যাবে আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী শিক্ষকদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্বাক্ষরিত সনদ প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া সদ্দিকা সেতু। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা তথ্য ও প্রযুক্তি বিভাগের সহাকরী প্রোগ্রামার সাহিনা আক্তার। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে সনদ গ্রহণ করেন।