ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে কোভিড ১৯ প্রতিরোধে ঝুঁকি নিরূপণে জনসম্পৃক্ততা ও টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচির আওতায় স্বাস্থ্য বিভাগসহ সরকারের অন্যান্য বিভাগের সাথে এ্যাভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্টের আ লিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জুর স ালনায় সভায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ্, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা রুবিনা আক্তার, কোভিড ১৯ প্রতিরোধ প্রকল্পের জেলা সমন্বয়কারী খালিদ হাসান, আইএসপি টুম্পা আক্তার মিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটেশন অফিসার দেবরাজ মিত্র, ইপিআই কামাল হোসেন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী ও গনমাধ্যমকর্মী কর্মী উপস্থিত ছিলেন।
