ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা কওসার হাওলাদার (৮৫) গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুভদিয়া নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্না ইল্লাহি …রাজিউন)। শনিবার সকাল ১০টায় মিনিটে মরহুমের নিজ বাস ভবনে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় মরহুমের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর তাকে গার্ড অব অনার প্রদান করেন জেলা পুলিশের একটি দল।
গার্ড অব প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সৈয়দ আলতাফ হোসেন টিপু সহ বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে তার নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
