ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ডিজিটাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২১ আগষ্ট) দুপুর ১২টায় অভিযানে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ওই প্রতিষ্ঠানের মালিক মিল্টন কুমার কুন্ডুকে ১০হাজার টাকা জরিমানা করেন। এসময় পেশকার মো. মিজানুর রহমানসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী এ তথ্য নিশ্চিত করে বলেন জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
