হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে প্রয়োজনীয় কাগজপত্র ও নোংরা পরিবেশ থাকায় দুটি পানির কারখানায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ জুলাই) সকালে অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পানি কারাখানার প্রতিষ্ঠানের পরিচালক রত্না সরকারকে ৫হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে, গত সোমবার আরও একটি পানি কারখানার মালিককে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ও নোংরা পরিবেশ থাকায় ৩ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে এসময় পেশকার মিজানুর রহমান সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন