হোম ফিচার ফকিরহাটে ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে মধু বাগচী (৩৫) নামে এক ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হোচলা গ্রাম থেকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই ভ্যানচালককে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মধু বাগচী ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের হোচলা গ্রামের মৃত মুকুন্দ বাগচীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

নিহতের স্ত্রী সুমি রানী বাগচী জানান, সন্ধ্যা ৭টার দিকে তার স্বামী রাতের খাবার খেয়ে ঘর থেকে বের হন। এর কিছুক্ষণ পর তারা বাড়ির পাশে বাগানে চিৎকার শুনতে পান। সেখানে ছুটে গিয়ে একজনকে দৌড়ে যেতে দেখে। এসময় তার স্বামী রক্তাক্ত অবস্থায় একটি গর্তের ভেতর পড়ে ছিলেন। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে নিহতের ভাই বারিন বাগচী বাদী হয়ে পার্শ্ববর্তী সাতবাড়িয়া গ্রামের বাবুল ফরাজী নামের একজনকে আসামী করে রবিবার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে অভিযুক্ত আসামী ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ, ন, ম খায়রুল আনাম জানান, নিহতের স্ত্রীকে পার্শ্ববর্তী গ্রামের বাবুল ফরাজী নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে উত্যোক্ত করে আসছিল। এতে নিহত মধু বাধা দেয়া কারনে এই খুনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন। তিনি বলেন হত্যাকারীকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন