ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নে ভূমিদস্যু ও অবৈধ ক্যাসিনো সিন্ডিকেটের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ চরমে উঠেছে। দীর্ঘদিন ধরে ভূমি দখল, হানিট্র্যাপের মাধ্যমে প্রবাসীদের সর্বস্ব লুট এবং অবৈধ ক্যাসিনো কার্যক্রম পরিচালনার অভিযোগে বৃহস্পতিবার সকালে স্থানীয় জনতা বিক্ষোভ ও মানববন্ধন করে। এতে নলধা-মৌভোগ গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করে।
এ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী চক্র বছরের পর বছর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা কখনো ক্ষমতার দাপট দেখিয়ে, কখনো প্রতারণার ফাঁদ পেতে সাধারণ মানুষ ও প্রবাসীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। মানববন্ধন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করেন।