ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাট জেলার সদর উপজেলার ৩নং গোটাপাড়া ইউনিয়ন পরিষদ এবং ফকিরহাট উপজেলার ১নং বেতাগা ইউনিয়ন পরিষদের মধ্যকার পারস্পারিক শিখন কর্মশালা ৮ ডিসেম্বর দুপুর ১২টায় বেতাগা ইউনিয়ন, পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইউনুস আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।
বিশেষ অতিথি ছিলেন, খুলনার এলজিএসপি-৩ এর ডিষ্ট্রিক ফ্যাসিলিটেটর শ্যামল কুমার রায়, বাগেরহাট এলজিএসপি-৩ এর ডিএফ পার্থ প্রতিম সেন, গোটাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শমশের আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ মো: দাউদ আলী। এসময় বিভিন্ন ইউপি সচিব, ইউপি সদস্য ও সদস্যাগন উপস্থিত ছিলেন।
