ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ফকিরহাট আট্টাকী সর্বজনীন শীতলা মন্দির, বেতাগা ও ডহরমৌভোগে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় আট্টাকী সর্বজনীন শীতলা মন্দিরে বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ এই রথযাত্রা উৎসবে অংশগ্রহন করেন।
রথযাত্রাটি মন্দির থেকে জগন্নাথ দেবের মূর্তি সুসজ্জিত রথে করে শত শত ভক্তবৃন্দ রশি দিয়ে রথ টেনে এ ধর্মীয় অনুষ্ঠানে নিজেদের সম্পৃক্ত করে। এ রথযাত্রাটি ফকিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মন্দির চত্ত¡রে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অন্যদের মধ্যে জেলা পরিষদের নারী সদস্য (সংরক্ষিত) সোমা ভট্টাচার্য্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষক মনোতোষ রায় কেষ্ট, সাধারন সম্পাদক প্রখাষক সুমন ধর, অত্র মন্দিরের সভাপতি গোবিন্দ পাল, সাধারন সম্পাদক উজ্জল কুমার ঘোষ, কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি সহকারী অধ্যাপক তাপস কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক প্রশান্ত মোদক বাবু, উপজেলা সর্বজনীন মন্দিরের সাধারন সম্পাদক নির্মল কুমার দাশ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
