মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) :
করোনা দূর্যোগ পরিস্থিতিতে “বাড়ি হবে বিদ্যালয়-মা হবেন শিক্ষক” এভাবেই বাড়ি বাড়ি গিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার পরামর্শ দিচ্ছেন বেতাগা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষকবৃন্দ। করোনা ভাইরাস দূর্যোগের কারনে বিদ্যালয় বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার চরম ক্ষতি হচ্ছে। শিক্ষার্থীদের পড়ার ক্ষতি না হয় সে দিকে বিবেচনা করে বেতাগা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান উপদেষ্টা ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশের পরামর্শে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বাড়ি বাড়ি গিয়ে লেখা পড়ার মাধ্যমে পরিক্ষার প্রস্তুতিতে দিক নির্দেশনা দিচ্ছেন বেতাগা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষকমন্ডলী। শিক্ষকরা তাদের নিজেদের গ্রাম বা মহল্লায় বসবাসরত ছাত্র-ছাত্রীদের বাড়ীতে কাছে গিয়ে অভিভাবকদের দিকনির্দেশনা মূলক পরার্মশ দিচ্ছেন। বাড়িতে বসে মা-কেই নিতে হবে শিক্ষকের ভূমিকা তাহলে শিক্ষার মান উন্নয়ন সম্ভব হবে। আগামী জুলাই-২০২০ মাসের ২৪ তারিখ শুক্রবার বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন পত্র এবং উত্তর পত্র দেওয়া হবে। ২৫ জুলাই থেকে শুরু করে প্রতি দিন সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ২য় সাময়িক পরিক্ষা সম্পূর্ণ করা হবে। পরীক্ষা গ্রহন করবে স্ব স্ব শিক্ষার্থীর অভিভাবক। বিদ্যালয়ের মত বাড়ি হবে বিদ্যালয়, মা হবেন শিক্ষক এভাবে প্রতিদিন রুটিন অনুযায়ী পরিক্ষা নিবেন অভিভাবকবৃন্দ। শিক্ষক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সার্বিক সহযোগীতা করবেন।