হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও ব্র্যাকের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন এর সভাপতিত্বে সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাল কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ্, মডেল থানার ওসি মু. আলীমুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, ইউপি চেয়ারম্যানগন শিরিনা আক্তার কিসলু, মো. রেজাউল করিম ফকির, মোড়ল জাহিদুল ইসলাম, আমিনুর রশিদ মুক্তি, এমডি সেলিম রেজা, শেখ হেলাল কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ, ব্র্যাকের আ লিক ব্যবস্থাপক পলাশ হালদার, সহযোগি কর্মকর্তা কুহেলী হালদার প্রমূখ।

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন