ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রাণসিম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আগামী বুধবার (১৬ ফেব্রয়ারী) আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যপি অনুষ্ঠিত হবে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২২।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পুস্পেন কুমার শিকদার বলেন, করোনাকালে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে অনুষ্ঠিত হবে প্রাণীসম্পদ প্রদর্শনী। মূখে মাস্ক ছাড়া কেউ প্রদর্শনীতে প্রবেশ করতে পারবেন না।
এদিকে প্রাণীসম্পদ প্রদর্শনীকে ঘিরে চলছে নানা প্রস্তুতি। প্রদর্শনীতে উপজেলার সকল পশু-পাখীর খামারীগনকে তাদের উন্নত পশু-পাখীর প্রদর্শনের জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা প্রাণসিম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বিভাগ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদিন বেলা ১১টায় প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হবে। এরপর আরেঅচনা সভা অনুষ্ঠিত হবে।এদিন বিকেল ৪টায় পুরস্কারের মধ্যদিয়ে প্রাণীসম্পদ প্রদর্শনীর সমাপ্তি ঘটবে বলে জানা গেছে।
