ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
ববাগেরহাটের ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযোনে লাইসেন্স ব্যতীত কৃষিপণ্য আমদানি রপ্তানি করা, গুদাম ও হিমাগার পরিচালনা, মাছের মজুদ সম্পর্কে চাহিত তথ্য প্রদান না করা এবং মিথ্যা বলে কোর্টকে বিভ্রান্ত করার অপরাধে পাইকপাড়া অবস্থিত রূপসা ফিস এ্যালাইড এর পরিচালককে একটি মামলা ও ৬০হাজার টাকা অর্থদÐ করা হয়েছে।
রোবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।
অপরিদিকে, উপজেলার শুভদিয়া ইউনিয়নের সততা এন্টার প্রাইজ প্রতিষ্ঠানে সার ডিলারের ব্যবসা পরিচালনা এবং অবৈধভাবে সার মজুদ করে রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা ও কৃষি বিপণন আইন ২০১৮ এ ১টি করা হয়।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, বাগেরহাট জেলাপ্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।
