ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদে মেজর জেনারেল একেএম আমিনুল হক এনডিসি এর নেতৃত্বে ন্যাশনাল ডিফেন্স কোর্সের ৩৭ সদস্যের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের প্রশাসনিক বিন্যাস ও বিভিন্ন স্থানীয় সরকার ব্যবস্থা কার্যক্রমের এবং শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শনে আসেন।
বুধবার (০৯ মার্চ) দুপুর ১২টায় আগত প্রতিনিধিরা বেতাগার পাবলিক লাইব্রেরি ও মাধ্যমিক বিদ্যালয়ের বয়ঃসন্ধিকালীন চেঞ্জরুম সহ বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শণ শেষে প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেন।
পরে প্রতিনিধিরা বেতাগা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা ও মতবিনিময় সভায় মিলিত হন। এসময় বেতাগা সহ ফকিরহাটের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।
প্রতিনিধিদলের প্রধান মেজর জেনারেল একেএম আমিনুল হক এনডিসি বলেন, নতুন নতুন কর্মপরিকল্পনা ও তা বাস্তবায়নে এসডিজি ও সুশাসন প্রতিষ্ঠায় ফকিরহাট অনেকাংশে এগিয়ে রয়েছে। বেতাগা ইউনিয়ন উন্নয়নে দেশের স্থানীয় সরকারের রোল মডেল।
বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, কমোডর আতিকুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউসুফ আলী, মো.তাওহীদ হোসেন, মো. ফাহফুজুর করিম, মো. তৌহিদুল ইসলাম, মো. শাফিউল ইসলাম ভূইয়া,মো. আহসান হাবিব, সূফি মো. আতিউর রহমান, গোলাম মহিউদ্দিন আহদ্দেম, মো.ইমরুল মাবুদ প্রমূখ। অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ বিভিন্ন দেশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।