ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাট-রূপসা পুরাতন সড়কের ফকিরহাটের হেলিপ্যাড নামক স্থানে ধান মাড়াই মেশিনের গাড়ীর নিচে চাপা পড়ে চালক মো. আলী হোসেন (২৫) নিহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ধান মাড়াই মেশিনের কাজ করে বাড়ীর দিকে যাওয়ার পথে ঘটনাস্থলে এসে পৌছালে একটি মোটরসাইকেলের পাশ কাটিয়ে যাওয়ার সময় ধান মাড়াই ট্রলি মেশিনটি উল্টে পড়ে। এতে মেশিনের নিচে চাপা পড়ে সে ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত মো. আলী হোসেন বাগেরহাটের খলশী গ্রামে আঃ জলিলের ছেলে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন, ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খায়রুল আনাম।
