ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ৫দফা ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে কর্মবিরতি কর্মসূচি অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে সরেজমিন ঘুরে দেখা গেছে কর্মকর্তা-কর্মচারীরা সকলে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন।
ফকিরহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধিদপ্তরধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যন পরিষদের উদ্যোগে সারাদেশের ন্যায় ফকিরহাট উপজেলায় কর্মবিরতি কর্মসূচি রোববার থেকে শুরু হয়েছে। যা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। কর্মকর্তা-কর্মচারীদের ৫দফা ন্যায্য দাবীতে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মবিরতি চলমান থাকে।
৫দফা দাবীর মধ্যে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূণ্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/ নিয়োগের মাধ্যমে পূরণ।