ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাটের তৈয়বআলী বটতলা নামক এলাকায় ট্রাক ও যাত্রীবাহী মহিন্দ্রার মুখোমূখি সংঘর্ষের ঘটনায় মাহিন্দ্রা চালক ও তিন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে নওয়াপাড়া এলাকা থেকে ৫জন যাত্রী নিয়ে একটি মাহিন্দ্রা ফকিরহাট সদরে আসার উদ্দেশ্যে রওয়া দেয়। এসময় বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের সাথে মূখোমূখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে মাহিন্দ্রা চালক প্রদীপ দত্ত (৩৮), মাহিন্দ্রা যাত্রী রেজাউল শেখ (৫০), আরশাদ শেখ (২৫) ও শাহআলম শেখ (২৪) গুরুত্বর আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।
দুর্ঘটনায় আহতদের সকলের বাড়ী ফকিরহাট উপজেলার বিভিন্ন গ্রামে। এদিকে খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর্ঘটনা স্থান পরিদর্শন করেন।