ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাটের বৈলতলী তেলির পুকুর নামক স্থানে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ট্রাকের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলর দুইজন আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন।
নিহতরা হলেন সাতক্ষীরার রসুলপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে আব্দুল কাদের মোল্লা (৬০), ও একই জেলার কদমতলা গ্রামের মৃত ওমর আলীর ছেলে সাত্তার সরদার (৬৫)। নিহত দু’জনই পৃথক দুইটি কলেজের প্রভাষক বলে পুলিশ জানায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতরা ফরিদপুর থেকে মটরসাইকেলযোগে সাতক্ষীরা যাওয়ার পথে ফকিরহাট বৈলতলী তেলিপুকুর নামক স্থানে এসে পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুজনই নিহত হন। তবে ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।
