হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

ফকিরহাটে জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

কর্তৃক Editor
০ মন্তব্য 135 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা অডিটরিয়ামে ২৪ ডিসেম্বর দুপুর ১২টায় বাগেরহাট জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধিত অতিথি সুযোগ্য জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্কব্য রাখেন ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার, বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইউনুস আলী শেখ প্রমূখ।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, মো: রেজাউল করিম ফকির, কাজি মো: মহসিন, খান শামিম জামান পলাশ, এ্যাড: হিটলার গোলদার, মো: শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এম এম এ বকর, কৃষি কর্মকর্তা নাছরুল মিল্লাত, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পুস্পেন কুমার শিকদার, মৎস্য অফিসার অভিজিৎ শীল, সমাজসেবা অফিসার মো: সবুর আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, সমবায় অফিসার মিলন কুমার দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন, অধ্যক্ষবটু গোপাল দাশ, মো: মিজানুর রহমান সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন