ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে আলোচিত জাহিদ মীর হত্যা মামলার ২নং আসামীকে রোববার (১৬ অক্টোবর) দিবাগত রাতে রাতে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ। গত ১৫ অক্টোবর উপজেলার কাকডাঙ্গায় জুম্মার নামাজের পর প্রকাশ্য দিবালোকে আততীয়দের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জাহিদ মীর।
মামলার তদন্তককারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা রায়ের মহল এলাকা থেকে অভিযান চালিয়ে হত্যা মামলার ২নং আসামী মোয়াজ্জেম(৫৫)কে গ্রেপ্তার করে পুলিশ। সে খুলনা হরিণটানা থানার মৃত মো. দাউদ এর ছেলে।
গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান,ওসি তদন্ত স্বপন কুমার রায় সহ পুলিশের একটি বিশেষ দল।
উল্লেখ্য, বাগেরহাটের ফকিরহাটে জাহিদ মীরকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় মডেল থানায় জাহিদ মীরের স্ত্রী ফাতেমা আক্তার নিজ বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং ৫/৬ জন অজ্ঞাতনামা আসামী করে মামলা করেন। যার নং-০৯, তারিখ-১৫/১০/২০২২ইং।
পুলিশ জানায়, জাহিদ মীর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে হত্যা চেষ্টা মামলাটি হত্যা মামলায় রূপ নেয়। বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত আছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান।
