ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে দিন দিন চুরি বেড়েই চলেছে। ফলে চুরি আতংক বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।
গত তিন দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনটি ইজিবাইক চুরির খবর পাওয়া গেছে। এছাড়া মাঝে মাঝে গরু সহ দোকান চুরি , মটরসাইকেল চুরি ও বাড়িতে চুরির খবর শোনা যাচ্ছে।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার আট্টাকী গ্রামের চৌধুরীপাড়ায় শপিকুল ইসলামের গোয়াল ঘর থেকে ১টি কালো রঙ্গের গাভী ও ১টি সাদা ষাড় ও ১টি লঅল রঙ্গের ষাড় চুরি করে নিয়ে গেছে। গরু তিনটির আনুমানিক মূল্য ২লক্ষ টাকা।
অপরদিকে আট্টাকী ঘোষপাড়া এলাকায় সুদেব ঘোষের গোয়ালঘর থেকে মঙ্গলবার ভোর রাতের দিকে একটি গাভী চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ১লক্ষ টাকা।
