হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে চাঁদাবাজী মামলায় এক যুবক গ্রেপ্তার

ফকিরহাটে চাঁদাবাজী মামলায় এক যুবক গ্রেপ্তার

কর্তৃক Editor
০ মন্তব্য 37 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট মডেল থানায় দায়েরকৃত চাঁদাবাজী মামলায় মো: শিবলী সাদিক (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো: শিবলী সাদিক বাগেরহাটের কচুয়ার মেছোখালী গ্রামের মো: শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ মামলার বরাত দিয়ে জানান. ফরিদপুরের সালথার কাগদি গ্রামের মৃত শেখ আবু ছাদেকের ছেলে রাজুর ফকিরহাট গোডাউন মোড়ে অবস্থিত ভাড়া নেওয়া অফিসে গত ২রা অক্টোবর রাত ০৮:২০মি: দিকে শিবলী সাদিকসহ ৭/৮ জনের একটি দল প্রবেশ করে। এরপর তারা রাজুর কাছে দশ লাখ টাকা চাঁদা দাবী করে। এসময় রাজুর কাছে থাকা ১ লাখ ৩০হাজার টাকা, ৪টি মোবাইল ও একটি ক্যামেরা জোর পূর্বক ছিনিয়ে নেয় বলে মামলায় উল্লেখ করেন। এরপর ঘটনাস্থল থেকে তারা মটরসাইকেলযোগে দ্রুত সটকে পড়ে।

এ ঘটনায় রাজু গত ৩ অক্টোবর নিজ বাদী হয়ে ৫জনের নাম উল্লেখসহ আরো ৩/৪জন অজ্ঞাতনামা আসামী করে ফকিরহাট মডেল থানায় একটি চাঁদাবাজী মামলা করেন।

উক্ত রাজু মামলায় আরো উল্লেখ করেন তিনি একজন সংগীত শিল্পী এবং তার কয়েকটি ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজ আছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলাখানায় পাঠানো হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের অভিযান চলমান আছে। বর্তমানে মামলা তদন্তধীন আছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন