ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট মডেল থানায় দুইজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন এক নারী। মামলার ২নং আসামীকে আটক করতে সক্ষম হলেও ১নং আসামী পালিয়ে গেছে।
পুলিশ জানায়, বুধবার (১৯ মে) রাতে উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের হায়দার মল্লিকের কন্যা রাবেয়া খাতুন নিজ বাদী হয়ে দুইজনের নাম উল্ল্যেখ সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের নামে মডেল থানায় একটি চাঁদাবাজি মামলা করেন।
মামলার এজাহারভুক্ত ২নং আসামী পাগলা শ্যামনগর এলাকার মেহেদী হাসান নয়ন (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার ১নং আসামী একই এলাকার সিহাব উদ্দিন রুবেল পালিয়ে গেছে। মামলার আসামীদের ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম বলেন, চাঁদা দাবী করা ও গুরুত্বর আঘাতের ভয় দেখিয়া চাঁদা আদায়ের অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত একজন আসামীকে আটক করা হয়েছে। মামলার অপর আসামীকে আটকের চেষ্টা চলছে।