ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গাজাসহ মাদককারবারী হাসিব হওলাদার (২১) কে আটক করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে গোপনে সংবাদ পেয়ে মডেল থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে সংগীয় পুলিশ ফোর্স দোহাজারী এলাকায় অভিযান চালিয়ে হাসিব হওলাদারকে আটক করে।
এসময় তার কাছে থাকা ৩২গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ। সে দোহাজারী গ্রামের করিম হাওলাদারের ছেলে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
