হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে গাছের ডাল পড়ে শ্রমিকের মৃত্যু

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে গাছের ডাল পড়ে শাহিদুল ইসলাম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে উপজেলার বাহিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শাহিদুল ইসলাম আট্টাকী এলাকার আ. মালেকের ছেলে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শ্রমিক শাহিদুল ইসলাম বাহিরদিয়া এলাকায় একটি মেহগনি গাছ কাটার সময় আকস্মিক তার মাঁথায় একটি মোটা ডাল ভেঙ্গে পড়ে। এতে তিনি গুরুত্ব আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা, মো. সবুজ শেখ জানান, ওই শ্রমিককে হাসপাতালে আনার আগেই তার মৃত হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রাথমিক সুরোতহাল পরিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন