হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের টমেটো প্রদর্শনী প্লট পরিদর্শন

ফকিরহাটে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের টমেটো প্রদর্শনী প্লট পরিদর্শন

কর্তৃক Editor
০ মন্তব্য 120 ভিউজ

 ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে চলমান স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটেটিভনেস প্রজেক্টের (এসএসিপি) বিভিন্ন কার্যক্রম পরিদর্শণ করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তাজকেরা খাতুন। তিনি কৃষক মনোরঞ্জন মন্ডলের গ্রীষ্মকালীন টমেটো এর একটি প্রদর্শনী প্লট পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি কৃষক গ্রুপের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, খুুুুলনা এর উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি, বাগেরহাটের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) এইচ এম জাহাঙ্গীর আলম সহ উপজেলা কৃষি অফিসার নাছরুল মিল্লাত ও কৃষি সম্প্রসারণ অফিসার শারমিনা শামিম।

পরিদর্শনকালে তিনি স্মলহোল্ডার এগরিকালচারাল কম্পিটেটিভনেস প্রজেক্টের কৃষক গ্রুপের সাথে আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি বাগেরহাটের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার দাশ। পরিদৃশকালে কৃষকদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা শেষে যুগ্ম সচিব তাজকেরা খাতুন। তিনি উপজলা কৃষি অফিস ফকিরহাটের গ্রীষ্মকালীন টমেটোসহ নিরাপদ সবজি উৎপাদনের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন ও এই কার্যক্রম আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। উল্লেখ্য, কৃষক মনরঞ্জন মন্ডল এই মৌসুমে প্রায় ৩০ হাজার টাকার টমেটো বিক্রি করেছেন। অসময়ের এই টমেটো অধিক দামে বিক্রি হয়। তিনি নব্বই টাকা দরে প্রতি কেজি টমেটো বিক্রি করেছেন বলে জানান। কৃষি দপ্তরের অনুপ্রেরণায় তিনি এই টমেটো বাগান ফকিরহাটে ইতিমধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন