ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কামটা-মৌভোগ খানজাহানিয়া হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে শুক্রবার বাদ আসর খানজাহান আলী (রহ:) দিঘীরপাড়ে ৫ম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিমান বন্দরের আল হুদা জামে মসজিদের খতিব আলহাজ্ব মুফতি আব্দুর রহিম হক্কানী। বিশেষ বক্তা ছিলেন মুফতি আলী আকবর (সিলেটি), সম্মানিত মেহমান ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব সৈয়দ নজরুল ইসলাম।
মাহফিলের উদ্বোধক ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি মো. মিজানুর রহমান শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার সাধারন সম্পাদক মো. আফতাব উদ্দিন মোড়ল। আরজগুজার ছিলেন মাদ্রসার মুহতামিম হাফেজ মো. ইকরামুল শেখ।
