ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে সকলের সুস্থাস্থ্য ও কল্যান নিশ্চিত করনে (এসডিজিএস-৩) কমিউনিটি ক্লিনিক সমূহে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীবিতরণ করা হয়েছে। দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় শনিবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে আনুষ্ঠানিকভাবে ১৭টি কমিউনিটি ক্লিনিকে অক্সিমিটার,ডিজিটাল থার্মমিটার, প্রেসার মেশিন ও মাক্স বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার মজুমদার, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু ও ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির। অনুষ্ঠান সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী জামিলা আক্তার। এসময় ইউনিয়ন সমন্বয়কারী মনিরা খাতুন, রোজিনা খাতুন সহ কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্র্মীগন উপস্থিত ছিলেন।
