হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে এ পর্যন্ত কোভিট-১৯ ভ্যাক্সিন গ্রহন করেছেন ২১৩৪জন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে ৬ষ্ঠ দিনেও উৎসব মূখর পরিবেশে করোনা ভাইরাসের টিকা গ্রহন করেছেন সাধারন মানুষ। টিকা গ্রহনকারীদের ভীড়ে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের রিতিমত হিমশিম খেয়ে যাচ্ছে। যে কারনে এখানে টিকা প্রদানের জন্য পৃথক তিনটি বুথ খোলা হয়েছে। ভীড় থাকলেও সকলেই লাইনে দাড়িয়ে সুশৃংখলভাবে টিকা গ্রহন করছেন।

মেডিকেল টেকনোলোজিষ্ট (ইপিআই) মো: কামাল হোসেন জানান, এদিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারী (রবিবার) কোভিড-১৯ এর টিকা গ্রহন করেছেন ৬৬৪জন।

এ পর্যন্ত টিকা গ্রহন করেছেন, মোট ২১৩৪জন। এরমধ্যে পুরুষ রয়েছে ১৩৫৬জন এবং নারী রয়েছে ৭৭৮জন। জানা গেছে, ভ্যাক্সিন গ্রহনের জন্য রেজিষ্ট্রেশনের সংখ্যা দিন দিন বেড়ে গেলেও চাহিদার তুলনায় ভ্যক্সিন সংকর রয়েছে। ভ্যাক্সিন নিতে আগ্রহী অনেকেই জানিয়েছেন এদিন ইন্টারনেট সার্ভারের সমস্যা জনিত কারনে অনেকে রেজিষ্ট্রেশন করতে পারেনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার জানান, ফকিরহাটে প্রথম ধামে করোনার টিকা এসেছে ৪৪৮ ভায়াল অর্থাৎ ৪হাজার ৮শত। এরমধ্যে প্রদান করা হবে ২হাজার ৪শত জনকে।

বাকী ভ্যাক্সিন দ্বিতীয় ডোজের জন্য সংরক্ষিত থাকবে। তবে চাহিদার কথা বিবেচনা করে আরও ১৫০ভায়াল অর্থাৎ ১হাজার ৫শত ভ্যাক্সিন সংগ্রহ করেছেন। যা থেকে আরও ৭৫০জনকে টিকা প্রদান করতে সক্ষম হবেন। এছাড়াও তিনি অন্যত্র থেকে ভ্যক্সিন আনার চেষ্টা করছেন বলে জানান।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন