ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে প্রতারনা করে একটি মাদ্রাসার শিক্ষার্থীদের সামনে রেখে মাংসের দোকান থেকে নগদ ১০হাজার টাকা ও দুই কেজি কলিজা নিয়ে পালিয়েছে প্রতারক চক্রের একজন সদস্য।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে অজ্ঞাত এক ব্যক্তি বাহিরদিয়া এনএম মাদ্রাসায় হাজির হয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের বলেন আমি এই মাদ্রাসায় মিলাদ দেবো। তাই বাজার করার জন্য কয়েকজন শিক্ষার্থীকে দরকার। এরপর সেই ব্যক্তির কথায় বিশ্বাস করে তার সাথে ওই মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত মো. মিজানুর রহমান সহ তিন শিক্ষার্থীকে নিয়ে উপজেলা মো. বাবু শেখের মাংসের দোকানে আসেন। সেখানে এসে ওই অজ্ঞাত ব্যক্তি মাংস বিক্রেতাকে জানান ৬০ কেজি গরুর মাংস লাগবে। মাংস প্রস্তুত করার সময় ওই ব্যক্তি মাংস বিক্রেতাকে বলেন ১০হাজার টাকা দেন আমি মুরগী নিয়ে আসি এবং বিকাশ থেকে টাকা উঠিয়ে এসে সব এক সাথে দিচ্ছি।
এ কথা বলে মাদ্রাসার তিন শিক্ষার্থীকে মাংসের দোকানে বসিয়ে রেখে ১০হাজার টাকা ও দুই কেজি কলিজা নিয়ে সাথে মাদ্রসার দায়িত্বপ্রাপ্ত মিজানুর রহমানকে সাথে নিয়ে ফকিরহাট বাজারে একটি মুরগীর দোকানে যায়। মিজানুর রহমানকে মুরগী ওজন করতে বলে বিকাশ থেকে টাকা উত্তোলনের কথা বলে সেই অজ্ঞাত ব্যক্তি সেখান থেকে চম্পট দেয়।
পরে তাকে অনেক খুজাখুজির পর আর পাওয়া যায়নি বলে মাংস বিক্রেতা ও মাদ্রাসা কর্তৃপক্ষ জানান। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করা হয়েছে বলে ভুক্তেভোগীরা জানান। তবে এ ব্যাপারে থানা পুলিশকে জানানো হয়নি বলে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান জানান।
