ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে এক মাদকসেবীকে এক মাসের কারাদন্ড ও ৫শত জরিমানা করা হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে লখপুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে রমজান মোড়ল (৩২) নামের এক মাদকসেবীকে আটক করে। এসময় তার নিকট থেকে ২৫গ্রাম গাজা ও মাদকসেবনের উপকরণ উদ্ধার করে।
আটক মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁশত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিধান কান্তি হালদার। আটককৃত রমজান মোড়ল রখপুর এলাকার মনি মোড়লের ছেলে।
অভিযানকালে খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মো. মোছাদ্দেক হোসেন সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।