হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে মুজিববর্ষ উপলক্ষে সেচ্ছাসেবীদের বৃক্ষরোপন

ফকিরহাটে মুজিববর্ষ উপলক্ষে সেচ্ছাসেবীদের বৃক্ষরোপন

কর্তৃক
০ মন্তব্য 139 ভিউজ

মান্না দে,ফকিরহাট (বাগেরহাট) :
“চলো বন্ধু বদলে যাই’ ‘মানবতার বিশ্ব চাই” এই শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্যা টুমরো’ খুলনা শাখার উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় সেভ দ্য টুমরো খুলনা শাখার সদস্যদের আয়োজনে ফকিরহাট থানার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত¡রে, ভৈরব নদীর তীর ও বিভিন্ন সড়ক বৃক্ষরাপন করা হয়েছে।

এদিন বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছসহ মোট একশ গাছের চারা রোপন করা হয়েছে। বৃক্ষরোপনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার, আরএমও ডা: অরিজুল ইসলাম, সেনেটরি ইন্সপেক্টর দেবরাজ মিত্র, প্রধান অফিস সহকারি অসিম কুমার চক্রবর্তী, এমটি মো কিরোনুল ইসলাম, সেভ দ্যা টুমরো খুলনা শাখার সভাপতি সৈয়দ অনুজ, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক লাকিয়া সুলতানা (অনজনা), কর্মসুচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সৈয়দ ইমরান, সহ-স্কুল বিষযক সম্পাদক মো হানিফ জমাদ্দার, সদস্য সরদার সাইফুল ইসলাম, গৌরব দাস, গালিব মোড়ল, পলাশ সহ প্রমুখ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন