ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে রমজান মাসের শেষ দিকে এসে বিভিন্ন হাট-বাজারে জমে উঠছে ঈদের কেনাকাটা। সকাল থেকে রাত পর্যন্ত ভিড় করছেন ক্রেতারা।
বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ঈদ ফ্যাশনে ছেলেরা কিনছেন পাঞ্জাবি, মেয়েরা থ্রিপিস, শাড়ি। মেয়ে শিশুদের জন্য পছন্দের শীর্ষে রয়েছে ফ্রক, পার্টি ফ্রক, ফ্যাশন টপস এবং ছেলে শিশুদের জন্য শার্ট, ফতুয়া, পাঞ্জাবি।
বৈশাখের তীব্র গরম আর রোদ উপেক্ষা করে ঈদ কেনাকাটা করতে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা। ক্রেতা ধরতে পোশাকের ব্যস্ততা বেড়েছে বিক্রয় কর্মীদের।
কয়েকজন ক্রেতা জানান, করোনা মহামারী কাটিয়ে দুই বছর এবারই ঈদ কেনাকাটায় ফিরে এসেছে স্বাভাবিকতায়। ক্রেতাদের উপচেপড়া ভিড় আর জমজমাট বিক্রিতে হাসি ফুটেছে বিক্রেতাদের মুখে।
বিক্রেতারা বলছেন, ঈদ আসন্ন। ঈদের সময় ঘনিয়ে আসার কারণেই দোকানগুলোতে ক্রেতার ভিড় শুরু হয়েছে। এমনটা শেষ রোজা পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা করছেন তারা। বিগত দুই বছর করোনার কারণে লোকসান গুনতে হয়েছে। এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে দেরিতে হলেও হাট-বাজার জমতে শুরু করেছে।
এছাড়াও প্রতিদিনই ভিড় বাড়ছে সিট কাপড়, শাড়ি, থ্রি-পিসসহ তৈরি পোশাকের দোকান গুলোতে। বাজারের বড় বড় দোকানে ক্রেতারা ছুটছেন আগে ভাগেই পছন্দসই পোশাক বাগিয়ে নিতে। ঈদের কেনাকাটায় তরুণীরা সবসময়ই এগিয়ে থাকেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। মেয়েরা পুরোমাত্রায় কেনাকাটা শুরু করে দিয়েছেন। বিভিন্ন ছিট কাপড়ের দোকান আর দর্জি বাড়ি গুলোতে তারা ছুটছেন পোশাক তৈরী করতে। কিভাবে অন্যের চেয়ে নিজের জামাটা বেশি ভালো করা যায়, তাই নিয়ে মেয়েরা ব্যস্ত দর্জি বাড়িতে। ছেলেরাও পিছিয়ে নেই। গজ কাপড় কিনে নিজের পছন্দের মতো করে বানিয়ে নিচ্ছেন পাঞ্জাবি-পাজামা, শার্ট-প্যান্ট ও ফতুয়া।
অপরদিকে, জুতার দোকান, কসমেটিক্স দোকানেও ভিড় বেড়েছে। এসব দোকদাররা জানান, এবছর বিক্রি ভাল হচ্ছে। আবহাওয়া ভাল থাকবে কেনাকাটা ভালই হবে বলে তারা আশাবাদী।
