হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে অবশেষে বেহালদশা অস্থায়ী বাজারটি স্থানান্তর

ফকিরহাটে অবশেষে বেহালদশা অস্থায়ী বাজারটি স্থানান্তর

কর্তৃক
০ মন্তব্য 132 ভিউজ

মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) :

বাগেরহাটের ফকিরহাটের লখপুর বেহালদশা হওয়া অস্থায়ী বাজারটি স্থানান্তর করেছে কর্তৃপক্ষ। করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও স্বাস্থ্যবিধির কথা ভেবে লখপুর আলহাজ্ব আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে অস্থায়ী বাজার বসানো হয়। কিন্তু ঘনঘন বৃষ্টির ফলে মাঠে কাদা-পানি হওয়ায় দোকানদারও ব্যবসায়ীরা পড়ে চরম দূর্ভোগের মধ্যে।

যার ফলে ক্রেতার কমে যায়। এতে ক্রয়-বিক্রয় হ্রাস পায়। স্থানীয় সংবাদকর্মীরা বিভিন্ন প্রচারমাধ্যমে বিষয়টি তুলে ধরেন। এরপর মঙ্গলবার উক্ত বাজারটি স্থানান্তর করা হয়। দোকানদার আতাউর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, সংবাদ প্রকাশের পর বাজার কর্তৃপক্ষ আমার পূর্বের স্থানে বসার অনুমতি দেই, এখন ক্রেতাও আসছে আর কেনা-বেচাও হচ্ছে।

এব্যাপারে লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, আমরা করোনার ফলে অস্থায়ী বাজার বসিয়েছিলাম। সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে জনসাধারণ নিত্য প্রয়োজনীয় মালামাল ক্রয় বিক্রয় করতে পারে। কিন্তু বৃষ্টির কারণে মাঠে কাদা পানি হয়ে গেছে। যারফলে পরবর্তীতে বাজারটি পূর্বের স্থানে হস্তান্তর করা হয়েছে। তবে বাজারকে দুই ভাগে ভাগ করা হয়েছে যাতে জনসমাগম না ঘটে এবং দূরত্ব বজায় থাকে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন