হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটের সাংবাদিক পিকে অলোকের পিতার পরোলোকগমন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটের সিনিয়র সাংবাদিক পিকে অলোকের পিতা নিমাই চন্দ্র শীল (৮০) শনিবার (২৯ মে) দুপুর ১২টার দিকে খুলনাস্থ ছোট মির্জাপুর বড় ছেলে অশোক শীলের বাসায় বার্ধক্যজনিত কারনে পরোলোক গমন করেন। মৃত্যকালে তিনি ২পুত্র ও ২কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এদিন সন্ধায় মৃত নিমাই চন্দ্র শীলের চামারিয়া মহাশ্বশ্মান ঘাটে শেষকৃত্যনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এদিকে সাংবাদিকের পিতার মৃত্যুর খবর পেয়ে ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে তার বাড়ী সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে দেখতে যান।

এসময় উপস্থিত ছিলেন ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড: কাজী ইয়াছিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, ফকিরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আউয়াল মনি, চুলকাঠী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনিচুর রহমান, সাংবাদিক মান্না দে, সেকেন্দার মোড়ল, এম জাকির হোসেন, ফটিক ব্যানার্জী, নকীব মিজানুর রহমান, রনি হাসান, শেখ সৈয়দ আলী, আরিফ ঢালী, বিলাশ কর্মকর্তা, শিশির শিকদার, চন্দন দেবনাথ প্রমূখ।

অপরদিকে, সাংবাদিক পিকে অলোকের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোকার্থ পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেছে ফকিরহাটের বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন